খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, দলীয় লেজুড়বৃত্তির কারণে ছাত্র রাজনীতির এই অবস্থা, তাছাড়া হল প্রশাসনের দায়িত্ব অবহেলার কারনেও সেচ্ছাচারিতা তৈরি হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আবরার হত্যাকাণ্ডের ইস্যু তুলে ধরে ৫ দফা দাবি জানান।
দাবিগুলো হলো-
১. আবরার হত্যাকাণ্ডসহ সকল ছাত্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পাদন।
২. নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে হলে হলে গণরুম, গেস্টরুম ও ছাত্র সংগঠনের দখলদারিত্ব বন্ধ করে প্রশাসনের মাধ্যমে প্রথম বর্ষ থেকে সিট বন্টনের ব্যবস্থা করা।
৩ . সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন।
৪. ভারতের সঙ্গে করা সকল স্বার্থবিরোধী চুক্তি অনতিবিলম্বে বাতিল।
৫. শিক্ষার্থীবান্ধব প্রশাসন নিশ্চিতকরণে উপাচার্যসহ সকল গুরুত্বপূর্ণ পদে দলনিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিয়ে প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।
সংবাদ সম্মেলন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, ডাকসু সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা, এমকে