1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

নিউজ ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। প্রথমদিনে রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকার দিচ্ছেন।

সাক্ষাৎকারের পুরো প্রক্রিয়াটিতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত তিনিই পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন বলে একাধিক মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার শেষে বাংলানিউজকে জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এ সাক্ষাৎকার পর্ব শুরু হয়েছে । এতে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানায়, সাক্ষাৎকার যারা দিচ্ছেন তাদের কাছে জয় পাওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। এছাড়া দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাই কাজ করবেন কি-না, তাও জানতে চাওয়া হচ্ছে।

চূড়ান্ত মনোনয়নের বিষয়টি ৮ ডিসেম্বর (শনিবার) জানা যাবে বলে জানিয়েছেন সাক্ষাৎকার দিয়ে আসা এক মনোনয়নপ্রত্যাশী।

জানা গেছে, যারা সাক্ষাৎকার দিচ্ছেন তাদের সবাইকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। ৮ ডিসেম্বর চূড়ান্ত তালিকায় যারা মনোনয়ন পাবেন তাদেরগুলো জমা থাকবে, বাকি সবাই প্রত্যাহার করবেন।

দিনাজপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, আমি বর্তমানে কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান। একইসঙ্গে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। এ আসনে ৯ জন মনোনয়ন চান। আশা করি আমি দলের মনোনয়ন পাব।

তিনি বলেন, আমাদের সবাইকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে। যারা না পাবে তারা ৮ ডিসেম্বর প্রত্যাহার করে নেবে।

দিনাজপুর-১ আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী মনজুরুল ইসলাম বলেন, মনোনয়ন বোর্ডের পুরো বিষয়টি তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন।

তাদের কাছে জানতে চাওয়া হয়েছে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন কি-না। এছাড়া প্রার্থীর জনপ্রিয়তা কেমন, জয়ী হতে পারবেন কি-না, সেসবও জানতে চেয়েছেন সাক্ষাৎকার নেওয়া নেতারা।

বেলা ১টা নাগাদ পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার সাক্ষাৎকার শেষ হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team