গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা ভিডিও কনফান্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ শহিদ মিনারে প্রজেক্টরের মাধ্যমে উন্মুক্ত ভাবে বঙ্গভবন হতে প্রাধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়া।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ, সহকারি কমিশনার ভূমি সানওয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।
মেলায় বিভিন্ন দপ্তরের আপন আপন উন্নয়ন সম্বলিত প্লেকার্ড, প্রসপেক্টসহ নানান চিত্র তুলে ধরেছেন এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে।
মেলার প্রথম দিনেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারনের উপস্থিতি ছিলো লক্ষ্য নিয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের উন্নয়মেলা উদ্বোধনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও সহ সকলেই স্টল পরিদর্শন করেন। পরে শহিদ মিনারে উন্নয়ন সম্পকিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রতিদিন থাকছে সাংস্কৃতিকসহ নানান অনুষ্ঠান। মেলা আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ