1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভিজিএফ’র চাল আত্মসাত: পাবনায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

ভিজিএফ’র চাল আত্মসাত: পাবনায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

পাবনা প্রতিনিধি: ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৮ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে আতাইকুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমানের গাড়ী চালক উজ্জল হোসেন এবং পরিষদের চৌকিদার মিলন হোসেন ভিজিএফ এর ১৬ বস্তা চাল গঙ্গারামপুর বাজারে জনৈক রবিউল ইসলামের দোকানে বিক্রি করছিলেন। এ সময় বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ বিষয়টি পাবনা সদর উপজেলা প্রশাসনকে জানালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রোকসানা মিতা আটক গাড়ী চালক উজ্বল ও চৌকিদার মিলনের স্বীকারোক্তি অনুযায়ী ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে আরো ২২ বস্তা চাল উদ্ধার করে চেয়ারম্যান খন্দকার আতিয়ার রহমান কে আটকের নির্দেশ দেন। পরে চেয়ারম্যানকে তার কার্যালয় থেকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভিজিএফ চাল বিতরণের সংযুক্ত কর্মকর্তা ফরহাদ লতিফ বাদী হয়ে চেয়ারম্যানসহ চারজনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানার ওসি মনিরুজ্জামান আরো জানান, সরকারি কর্মচারী হওয়ায় অভিযোগ ও সিজারলিস্টসহ অভিযুক্তদের দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের দুদকের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST