1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভিক্ষুকের কাছ থেকে নারী ইউপি সদস্যের ঘুষ নেয়ার ঘটনায় বিস্ময় বিএনপির - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ভিক্ষুকের কাছ থেকে নারী ইউপি সদস্যের ঘুষ নেয়ার ঘটনায় বিস্ময় বিএনপির

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের সুবিধাভোগী এক ভিক্ষুক থেকে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যের ঘুষ নেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদানকালে তিনি এ কথা বলেন।

দেশে করোনায় খাদ্য সংকটের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘ভিক্ষুকরা ফুটপাতে খাবার খুঁজে বেড়াচ্ছে। চট্টগ্রামে খাবারের গাড়ি লুট হয়েছে। মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে খাবারের জন্য। কী দুর্বিষহ অবস্থা! ক্ষুধার জ্বালায় মানুষের ভয়ঙ্কর অবস্থা!’

তিনি বলেন, ‘এর মধ্যে আমরা দেখছি চাল চুরির হিড়িক পড়ে গেছে। আওয়ামী লীগ নেতাদের খাটের নিচে তেল পাওয়া যাচ্ছে। এক আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার ভিক্ষুকের টাকা মেরে দিচ্ছে। এটা কী ধরনের কথা!’
তিনি আরও বলেন, ‘এসবের কারণ হচ্ছে দেশে একটা দায়িত্বশীল সরকার নেই। জনগণের সরকার নেই। কোথাও কোনো জবাবদিহি নেই।’

রিজভী বলেন, ‘আজ চিকিৎসকরা অভিযোগ করছেন করোনা মোকাবিলায় যে মানসম্মত সরঞ্জাম থাকা দরকার তা নেই, সরকার সরবরাহ করতে পারেনি। কেন নেই? গত ডিসেম্বর থেকে তো করোনার কথা শোনা যাচ্ছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে গণস্বাস্থ্যের চিকিৎসকদের এসব পিপিই দেওয়া হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team