1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ২৯ জন নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ভারতের হিমাচলে বাস খাদে পড়ে ২৯ জন নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ২৯ জন, যার মধ্যে ২৬ জনই স্কুল শিক্ষার্থী। সোমবার রাজ্যটির কাংরা জেলার নুরপুর-চাম্বা জাতীয় সড়কের ওপর গুরচল গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় শত ফুট নিচে পড়ে যায় শিক্ষার্থী বোঝাই একটি স্কুল বাস।

ওয়াজির রাম সিং পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুলের ওই স্কুল বাসটিতে ৪৫ জন শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর এদিন বিকালে তারা প্রত্যেকেই বাড়ির দিকে ফিরছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাসটির চালকের, মারা গিয়েছে স্কুলটির দুই জন শিক্ষক-ও। নিহত শিক্ষার্থীদের সকলের বয়স ১০ বছরের মধ্যে।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়, এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের গাড়ি, দুর্যোগ মোকাবিলা, অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের একটি দল।

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) আবিদ হুসেন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও পুলিশের সহায়তায় ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ রাজ্য সরকার। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লাখ রুপি আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team