খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের কোচিনে শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু।
ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের (ওএনজিসি) ড্রিল জাহাজ ‘সাগর ভূষণ’ এ বিস্ফোরণটি ঘটেছে বলে জানিয়েছে দ্য হিন্দু। এ সময় সারানোর জন্য জাহাজটি কোচিন শিপইয়ার্ডে এনে রাখা হয়েছিল। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়।
পুলিশ ও দমকল কর্মীরা ইয়ার্ডটিতে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আরো দুজন জাহাজটির ভিতরে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ধোঁয়ার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন তারা। ১৯৭৮ সালে কার্যক্রম শুরু করা কোচির এই শিপইয়ার্ডটি ভারতের জাহাজ তৈরির ও মেরামতের বৃহত্তম কারখানা।
খবর২৪ঘণ্টা.কম/রখ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।