ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় ৭ জন এবং চেঙ্গলপাট্টু জেলায় চারজনের মৃত্যু হয়।
অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খুঁজতে বিশেষ অভিযান চালোনো হচ্ছে।
পুলিশের দাবি, মারা যাওয়ায় শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিলেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
বিএ/