খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের তেলেঙ্গনা রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজ্যের করিমনগর শহরের কাছে সিনরিলা এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বাসে মোট ৩০ যাত্রী ছিল। দুর্ঘটনায় সাতজন প্রাণ হারান এবং আহত হন ২২ জন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ