1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতীয় দলে ফিরলেন হার্দিক-ভুবি-ধাওয়ান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ভারতীয় দলে ফিরলেন হার্দিক-ভুবি-ধাওয়ান

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মারচ, ২০২০

খবর২৪ঘন্টা ক্রীড়া ডেস্ক: সুনীল যোশীর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি প্রথমবার দল গড়তে বসে ভারতীয় দলে ফিরিয়ে আনলেন হার্দিক পান্ডিয়াকে৷ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পান্ডিয়ার সঙ্গে ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নতুন নির্বাচক কমিটি ওয়ানডে দলের দরজা খুলে দিলেন শুভম্যান গিলের জন্য৷ গিল টেস্ট স্কোয়াডের সঙ্গে বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছেন৷ যদিও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর৷ এবার কেকেআরের তরুণ ওপেনার ঢুকে পড়লেন ওয়ানডে স্কোয়াডে৷ যদিও এর আগে জাতীয় দলের জার্সিতে ২টি ওয়ানডে খেলেছেন তিনি৷

রোহিত শর্মার চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে বাইরে রাখা হয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে৷ ধাওয়ান ও রোহিতের অনুপস্থিতিতে কিউই সফরের ওয়ানডে সিরিজে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল৷ ধাওয়ান ফিরে আসায় বাদ পড়তে হয়েছে মায়াঙ্ককে৷ পৃথ্বী অবশ্য ওয়ানডে দলে নিজের জায়গা ধরে রেখেছেন৷

পান্ডিয়া শেষবার ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে৷ পিঠের অস্ত্রোপচারের পর নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে দলে ফেরার কথা থাকলেও ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় তা সম্ভব হয়নি৷ অবশেষে জাতীয় দলে কামব্যাক করলেন তিনি৷ শিখর ধাওয়ান ও ভুবনেশ্বর কুমারও চোটের জন্য জাতীয় দলের বাইরে ছিলেন৷ মায়াঙ্ক ছাড়া ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়লেন কেদার যাদব, শিবম দুবে, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ শামি৷

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১২, ১৫ ও ১৮ মার্চ।

ভারতের ওয়ানডে স্কোয়াড: শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মনিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জ্যাসপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, কুলদীপ যাদব ও শুভম্যান গিল৷

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST