পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে উঠতে গিয়ে রীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে বড়াল ব্রিজ রেলষ্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।
এসময় তার হাত থেকে ছুটে গিয়ে রীনা খাতুন নিচে পড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খবর২৪ঘণ্টা, জেএন