খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: বাবা-মেয়ের সম্পর্ক বরাবরই অপার্থিব ঝলকানিতে ভরপুর। বেশির ভাগ বাবাই মেয়েদের রাজকন্যা বলে থাকেন। সেই মেয়েকে যখন বরের বাড়ি পাঠাতে হয়- বাবা বিচ্ছেদের বেদনায় নীল হয়ে পড়েন। এই অনুভূতি শুধু বাবারাই বুঝতে পারেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও অমিতাভ বচ্চনের চোখে পানি এনে দিল।
সম্প্রতি টুইটারে তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়- মূক ও বধির মেয়ের বিয়েতে গান গাইছেন এক বাবা। যেটি দেখে চোখে পানি এসে গিয়েছিল বলে জানিয়েছেন ‘বাবুল’ অভিনেতা।
অমিতাভের দুই সন্তান- ছেলে অভিষেক বচ্চন বলিউডের প্রিয় মুখ। অন্যদিকে মেয়ে শ্বেতাও বিজ্ঞাপনে দেখা দিয়েছেন বাবার সঙ্গে। অমিতাভের সোশ্যাল মিডিয়ায় সন্তানদের প্রতি বাৎসল্যের নির্দেশন দেখা যায় বরাবরই।
কিছুদিন আগেও মেয়ে শ্বেতার সঙ্গে তোলা ছবি শেয়ার করে লেখেন, “রোববার জলসা গেটে কাজের মাঝে… মেয়েই সেরা।”
বর্তমানে, সুজিত সরকারে ‘গুলবো সিতাব’ ছবির শুটিংয়ে লখনউতে রয়েছেন অমিতাভ বচ্চন। একজন মুসলিম বৃদ্ধার চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ফার্স্ট লুক বেশ আলোচিত হয়েছে। এর আগে ইমরান হাশমির সঙ্গে ‘চেহারা’র শুটিং করেছেন। তাকে সর্বশেষ দেখা গেছে তাপসী পান্নুর সঙ্গে ‘বদলা’য়। হিট সিনেমাটির প্রযোজক ছিলেন শাহরুখ খান।
খবর২৪ঘণ্টা, জেএন