1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভয়ে প্রতিবাদ করতে পারছি না: খসরু - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১৭ জানয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

ভয়ে প্রতিবাদ করতে পারছি না: খসরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্ুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সরকারের ভয়ে আমরা প্রতিবাদ করতে পারছি না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

খসরু বলেন, দেশনেত্রীর মুক্তি আজ বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সামাজিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, যেখানেই যাবেন নেত্রী কবে মুক্তি পাবে এ প্রশ্নের সম্মুখীন দৈনন্দিন হতে হচ্ছে। আজকে তাদের (সরকার) কারণে আমাদের মাঝে যে ভয়ের সৃষ্টি হচ্ছে সে কারণে আমরা শক্তিশালী অবস্থানে থেকেও প্রতিবাদ করতে পারছি না। আমদের ভয়কে জয় করতে হবে।

আমীর খসরু বলেন, আইনের শাসন শুধু নয়, তাদের (সরকার) মধ্যে যে ভয় কাজ করছে, সেই ভয়ের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশের বাইরে থাকতে হচ্ছে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তাদের ভয়-ভীতির প্রতিফলন ঘটছে।

খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে খসরু বলেন, বিএনপি চেয়ারপারসনের জামিন হবে কী-না সেটা আলোচনার বিষয় হতে পারে না। এটা দেশের বিদ্যমান আইন হিসেবে উনার জামিন হওয়ার কথা। সেটাও বাদ দিলাম, উনার যে বয়স, উনার যে স্বাস্থ্য, যে অবস্থায় উনি আছেন, মৃত্যুর দিকে টেলে দেয়া হচ্ছে সে কারণেও জামিন দেয়ার কথা। এটাও দেশের আইন। কিন্তু সেখানেও উনার জামিন হচ্ছে না।

তিনি বলেন, সরকারের প্রথম পদক্ষেপ ভোটাধিকার কেড়ে নেয়া। এরপর ক্ষমতায় থাকতে হলে একটার পর একটা অধিকার কেড়ে নিতেই হবে। ক্ষমতায় থাকতে হলে তাদের অব্যাহতভাবে এ কাজগুলো করতে হবে এবং দিনের পর দিন এ কাজগুলো খারাপের দিকে যাবে। সেটায় তারা করছে। তারা বিএনপির নয় জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মাইনুল ইসলাম, মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST