বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর পল্লী বিদ্যুৎ-২ য়ের লোডসেডিংয়ে অতিষ্ঠ বড়াইগ্রাম উপজেলাবাসী মাসের অধিকাংশ সময় লোডসেডিং হয়ে থাকে।বনপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা এই প্রতিবেদককে বলেন,মাসের এমন দিন নাই যে লোডসডিং হয় না।দিন ও রাত মিলে ২৪ ঘন্টার মধ্যে ৪-৫ ঘন্টা লোডসেডিং থাকে।আজম আলী ডিগ্রী কলেজের প্রভাষক বলেন,যদি এ ধরনের লোডসেডিং অব্যাহত থাকলে যেমন ছেলে মেয়েদের লেখাপড়া ক্ষতি হচ্ছে, অপরদিকে ছোট বাচ্ছা ও বয়স্কদের অসুস্থ হয়ে ডায়ারিয়া সর্দি কাশি মাথা ব্যথা সহ বিভিন্ন রোগে
আক্রান্ত হচ্ছে।বিশেষ করে সন্ধা থেকে লোডসেডিং হয়ে থাকে। এবং উর্তি বয়সে ছেলে মেয়েরা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।তাছাড়া মেডিকেল ও প্রাইভেট ক্লিনিকের রোগীরা চরম বিপাকে পড়ছে।অন্যদিকে ঘটছে রাস্তায়, চুরি ডাকাতী ছিনতাইসহ বিভিন্ন দুর্ঘটনা।বনপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ভারপ্রাপ্ত জি,এম মোমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা কোন লোডসেডিং নয় আহম্মেদপুর ৩৩ কেবি লাইন পুড়ে বাম্পার আউট হয়ে গেছে, কাজ চলছে। উপজেলাবাসী দাবি উর্ধতন কর্মকর্তার কাছে বিদ্যুৎ লোডসেডিং কমিয়ে আনার আহব্বান।
আর/এস