নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীরা।এসময় তাদের হামলায় পুলিশের ২ এএসআই আহত হয়েছে।বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান,মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ দুপুরে বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি জাহিদুল ইসলাম জাহিদকে আটক করে পুলিশ। এসময় জাহিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে
হ্যান্ডকাপ সহ জাহিদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হয় পুলিশের এএসআই শিবলু ও মতিউর। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে।তবে জাহিদকে ধরতে পারেনি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/নজ