বড়াইগ্রামে টিকা নেওয়ার ১০দিন পর চিকিৎসকের করোনা শনাক্ত
প্রকাশের সময় :
রবিবার, ১৪ মারচ, ২০২১
করোনা
নাটোরের বড়াইগ্রামে টিকা নেওয়ার সাত দিন পর শারমিন জাহান নামের এক চিকিৎসকের করোনা সনাক্ত হয়েছে। গত ১৩ তারিখে প্রজিটিভ রিপোর্ট জানানো হয়। ঐ চিকিৎসক বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার। বর্তমানে তিনি বাড়িতে আইসোলিউশনে আছেন।
হাসপাতালে সুত্রে জানাযায়, গত ২৮শে ফেব্রুয়ারি চিকিৎসক শারমিন জাহান করোনা টিকা গ্রহন করেন। ৫ই মার্চ করোনার উপস্বর্গ দেখা দেয় ৭ই মার্চ নমুনা সংগ্রহ করা হয় এবং ১১ই মার্চ তার করোনা প্রজেটিভ খবর জানানো হয়। বর্তমানে তিনি বাড়িতে সুস্থ্য আছেন।
সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতে টিকা দুই ডোজ নেওয়ার পর নিরাপদ। প্রথম ডোজ নিরেও মাস্ক পরতে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হয়েছে। সে কারনে হয়ত প্রজেটিভ হয়েছে।