1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বড়দিনের শুভেচ্ছা জানালেন জিএম কাদের - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

বড়দিনের শুভেচ্ছা জানালেন জিএম কাদের

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

‘স্বল্পস্থায়ী জীবনে যিশুখ্রিস্ট মানুষকে শান্তি, সাম্য ও ভালোবাসার পথে আহ্বান করেছেন। হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা এবং সংসদ সদস্য জিএম কাদের একথা বলেন।

তিনি বলেন, ‘শুভ বড়দিন, শুক্রবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের শুভ জন্মদিন। এ দিন জেরুজালেমের কাছে বেথলেহেম নগরীতে জন্ম নেন যিশু। পবিত্র এ দিনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। খ্রিস্টধর্মের অনুসারী বিশ্বের সব মানুষের জন্য আমার অফুরান ভালোবাসা। ’

‘স্বল্পস্থায়ী জীবনে যিশুখ্রিস্ট মানুষকে শান্তি, সাম্য ও ভালোবাসার পথে আহ্বান করেছেন। হিংসা, বিদ্বেষ ও পাপাচার থেকে মানুষকে মুক্তির পথে ডেকেছেন তিনি। সংযম ও পরম সহিষ্ণুতা দিয়ে যিশু জয় করেছিলেন মানুষের হৃদয়। শত নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি। ’

জিএম কাদের বলেন, ‘প্রতি বছর এ দিন সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের খৃস্টান সম্প্রদায়ও অত্যান্ত আনন্দঘন পরিবেশে শুভ বড়দিন উদযাপন করেন। এ শুভ দিনের উৎসব আয়োজনে এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নির্দশন দৃশ্যমান হয় এদিন। আশা করছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে বড়দিনের উৎসবে অংশ নেবেন। আমি বিশ্বাস করি, আমাদের শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে। সবার জন্য অসীম শুভ কামনা। ’

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST