ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৪টি মামলা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়।
বুধবার (৩১ মার্চ) সকালে ৩টি ও মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ১টি মামলা দায়ের করা হয়। নতুন ৪টি মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৩টি ও সরাইল থানায় ১টি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলাতেই অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, সদর উপজেলার বুধল এলাকায় সংঘর্ষের ঘটনায় ও হাইওয়ে থানায় হামলার ঘটনায় সদর থানায় ৩টি ও সরাইলে সহিংসতার ঘটনায় সরাইল থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এ ৪টি মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৫ হাজার লোককে আসামি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৫টি ও আশুগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। ওই ৭টি মামলায় সাড়ে ৮ হাজার লোককে আসামি করা হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় আরও ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত হেফাজতের সমর্থকদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হয়।
জেএন