খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে মধু আক্তার (৭) ও ইতি বেগম (৬) নামে দুই শিশু মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নে বড় বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মফিজ মিয়ার মেয়ে মধু আক্তার ও গোলাপ মিয়ার মেয়ে ইতি বেগম।
জানা যায়, প্রতিদিনের মতো মধু ও ইতি এক সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এরপর দুপুর থেকেই তারা নিখোঁজ ছিলো। বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে দুইজনকে ভাসতে দেখে। সেখান থেকে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ