খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে পানিতে ডুবে আবির (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের গোকর্ণ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার আফজাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস মিয়া জানান, সকালে বাড়ির উঠানে খেলতে খেলতে পাশের পুকুরে গিয়ে পড়ে ডুবে যায় আবির। টের পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ