খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুলাল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহপুর এলাকায় কুটি-চৌমুহনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুলাল উপজেলার চরনাল দক্ষিণপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যায় দুলাল মোটরসাইকেলে করে কুটি থেকে কসবা যাচ্ছিলেন। পথে শাহপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর২৪ঘণ্টা.কম/নজ