1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ-আহত অর্ধশতাধিক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ-আহত অর্ধশতাধিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলা, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ সকাল ৮টা থেকে শুরু হয়ে প্রায় ৩ ঘণ্টা ধরে চলে।

আহত ব্যক্তিরা হলেন, মাহফুজ (৩০), রামিম (১৫), বোরহান (৪৬), মনির (৩০), রনি (৩২), রুবেল (২৫) ও ফারুক (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নুরআলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকে ডাকাডাকি শুরু করে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জনেরও বেশি আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST