1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ব্রাজিলে গির্জায় গোলাগুলি, নিহত ৫ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

ব্রাজিলে গির্জায় গোলাগুলি, নিহত ৫

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক:  ব্রাজিলের একটি ক্যাথলিক গির্জায় গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দেশটির জনপ্রিয় শহর সান পাওলের কাছে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ক্যামপিনাস শহরের মেট্রোপলিটন গির্জায় দুপুরের প্রার্থনার পরই ওই হামলা চালানো হয়। ব্রাজিলের ও’গোলবো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার ভেতরে এক বন্দুকধারী তার সঙ্গে থাকা পিস্তল এবং রিভলবার দিয়ে নিজের আসন থেকে উঠেই হামলা শুরু করে।

পুলিশ তাকে আটক করার আগেই সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। কি কারণে সে ওই হামলা চালিয়েছে তা এখনও পরিস্কার নয়। ওই বন্দুকধারী এবং হামলায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মেজর আদ্রিয়ানো অগাস্টো ও’গোলবো নিউজকে বলেন, প্রার্থনা শেষ হওয়ার পরপরই ওই বন্দুকধারী দাঁড়িয়ে গুলি করতে শুরু করেন।

সে প্রথমেই তার পেছনের বেঞ্চে থাকা লোকজনকে গুলি করে। এরপর সে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের বেশিরভাগই বয়ো:জ্যেষ্ঠ। গোলাগুলির শব্দ শোনার পরপরই গির্জার ভেতরে প্রবেশ করে পুলিশ। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST