সংবাদ বিজ্ঞপ্তি : তারেক পরিষদ রাজশাহী মহানগরের অধীনস্থ বোয়ালয়া থানা পশ্চিম এর আরাফাত হক রিয়াদকে সভাপতি ও আননাফি খান মনকে সাধারণ সম্পাদক এবং শাহনেওয়াজ জামানকে সাংগঠনিক সম্পাদক করে নয়( ৯) সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সহ-সভাপতি নূর ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন নিরব,যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান নির্জন,শিব অন্ত সরকার সিভা,সোহেল ইসলাম।
উক্ত কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন রাজশাহী মহানগর তারেক পরিষদের সভাপতি নিসার উদ্দিন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন।