খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপকসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে বুধবার (২২ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন, বেসিক ব্যাংকের গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) এস আসিফ আহমেদ, মেসার্স টাইটান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুর রহমান ও পরিচালক মোসা. আরশিয়া আতিক।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে দুর্নীতির মাধ্যমে ২০০৮ সালের ৮ অক্টোবর থেকে ২০১২ সালের ৪ জানুয়ারি পর্যন্ত বেসিক ব্যাংকের আট কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৮৮৪ টাকা আত্মসাৎ করেছেন।
খবর২৪ঘন্টা/নই