রবিবার বিকালে বেলকুচি থানার গোল ঘরে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে সাংবাদিক ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাকের সাথে পরিচয়, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বেলকুচি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বেলকুচি থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক, জুয়া ও বাল্যবিয়ে সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি থানার ওসি তদন্ত নূরে আলম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য আবু মুসা, নারায়ন মালাকার, রেজাউল করিম, পারভেজ আলী সহ আরও অনেকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।