সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে পললী কর্মসংস্থান ও সরক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-২ (আরই আর এমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নিয়োজিত মহিলা কর্মীদের আত্মনির্ভরশীল করার লক্ষে তাদের সঞ্চয়কৃত অর্থের পে-অর্ডার ও সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ পে-অর্ডার ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ – ৫ (বেলকুচি -চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রেজা, উপজেলা প্রকৌশল বিভাগের প্রকৌশলী মাঈন উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন প্রামাণিক প্রমুখ। এ ছাড়া বেলকুচি উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ