সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামে পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন গুরুতরসহ সর্বমোট ৫ জন আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন তামাই গ্রামের মৃত আব্দুল মান্নান খানের তিন ছেলে সুজন খান (৪০), মেরাজুল ইসলাম খান (৩৫) ও সিরাজুল ইসলাম খানকে (৩০) আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাই গ্রামের সুজন খানদের একটি সাড়ে ২২ বিঘা আয়তনের একটি পুকুর রুমু হাজী লিজ নিয়ে মাছ চাষ করতেন। লিজ নেবার পর থেকে রুমু হাজীসহ আমির হামজার সাথে জমি মালিকদের দ্বন্দ চলে আসছিল। চলতি বছর আমির হামজাকে লিজ না দেবার সিদ্ধান্ত নেয় ওই পুকুরটির মালিকরা। এ নিয়ে আজ সকালে পুকুর মালিকদের সাথে আমির হামজা গ্রুপের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাজী ফজল তালুকদারের হুকুমে আমির হামজার নেতৃত্বে রুমু হাজী, জিন্নাহ, শফিসহ ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পুকুর মালিক সুজন খান ও তার ভাইদের উপর হামলা চালায়। এতে তিন ভাইসহ ৫ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, হামলার বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ