খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: যশোরের বেনাপোল উপজেলার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম ইব্রাহিম হোসেন (২৬)।
আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম বেনাপোলের খরিডাংগা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে চোরাচালানের পোশাক জব্দ করার কথা জানিয়েছে বিজিবি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম জানান, ভোরে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পণ্য পাচার হয়ে বাংলাদেশে আসছে—এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য বিজিবিও পাল্টা গুলি চালালে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইব্রাহিমের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, দৌলতপুর সীমান্ত থেকে ইব্রাহিম হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ