খবর ২৪ঘণ্টা ডেস্ক: অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিমানে করে দুবাই যাওয়ার সময় ভারতীয় পাসপোর্টধারী ওই বাংলাদেশি নাগরিকের ভাষা শুনেই সন্দেহ হয় বিমানবন্দর কর্তৃপক্ষের। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করতেই আসল ঘটনা সামনে আসে।
জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম ইকবাল হুসেন রিপন (২৪)। বাড়ি বাংলাদেশের হবিবগঞ্জে। ভারতীয় পাসপোর্ট ছাড়াও তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও ভোটার কার্ড পাওয়া গেছে। ইকবালকে আটকের পরই অভিবাসন দফতর তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, পাসপোর্ট আইন, ফরেনারস অ্যাক্ট-এ অভিযোগ দায়ের করা হয়েছে।
কেআইএ’এর এক অভিবাসন কর্মকর্তা জানান ‘ভুয়া নথি দিয়ে ভারতীয় পাসপোর্টসহ অন্য পরিচয়পত্র সংগ্রহ করার বিষয়টি খুবই উদ্বেগের।’
বিমানবন্দর সূত্রে খবর শ্রমিক ভিসা নিয়েই ওইদিন সকালের দিকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল ইকবাল হুসেনের। কিন্তু সকালে বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে পাসপোর্টসহ অন্য নথি জমা দেওয়ার পর বাংলা ও হিন্দি ভাষা মিশিয়ে কথা বলার সময়ই তার কিছু শব্দের ভুল প্রয়োগে সন্দেহ হয় অভিবাসন কর্মকর্তা রবি কে নায়ারের। কারণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মাতৃভাষা বাংলা হলেও দুই বাংলাতেই ভাষার কিছুটা টানও রয়েছে। আর এটাই ইকবালের প্রতি সন্দেহ তৈরি করে। এরপরই তাকে ভিতরে নিয়ে এসে পুনরায় জিজ্ঞাসাবাদ করতেই বিষয়টি সামনে আসে।
বিমানবন্দরের কর্মকর্তাদের সামনে ইকবাল হুসেন স্বীকার করেন যে প্রায় দেড় বছর আগে পশ্চিমবঙ্গের বনগা সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করে। এরপর ছয়মাস সেখানে অবস্থান করার পর ২০১৭ সালে একদল শ্রমিকের সাথে বেঙ্গালুরুতে চলে যায় ইকবাল। সেখানে গিয়ে ভবন নির্মাণের কাজে যুক্ত হয়। গত প্রায় এক বছর ধরে রাজ্যটির বাসভেশ্বরা নগর এলাকায় বসবাস করছেন ইকবাল।
বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বেঙ্গালুরুতে এসে সুজিত সাহা নামে স্থানীয় এক ব্যক্তির সাথে পরিচয় হয় ইকবালের। ওই ব্যক্তিই ৮০ হাজার রুপির বিনিময়ে সমস্ত ভারতীয় পরিচয় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর ওই রুপি দেওয়ার পরই ইকবাল শেখ নামে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বের করেন তিনি। পরবর্তীতে ওই নথি দিয়েই ভারতীয় পাসপোর্ট জোগাড় করে ইকবাল এবং দুবাইয়ে শ্রমিকের কাজ পায়।
ইকবালের জেরার পাশাপাশি সুজিত সাহার খোঁজেও অভিযান শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। ইকবাল ছাড়া আর কোন বাংলাদেশিকে রুপির বিনিময়ে ভারতীয় নথি পাইয়ে দিয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ নই