1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বুলবুল মেয়র হলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: সিমি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

বুলবুল মেয়র হলে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: সিমি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হলে বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র পত্নী রেবেকা সুলতানা সিমি। বুধবার সকালে ১৬নং ওয়ার্ডে গণসংযোগকালে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, এই নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তি ও হাসিনা সরকারের পতনের নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্র পুণরুদ্ধার এবং রাজশাহী সিটির উন্নয়নের নির্বাচন। সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২০দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষে ভোট প্রদান করার জন্য এলাবাসীর ভোটারগণের নিকট ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপি সর্বদা শান্তিপ্রিয় এবং সুশৃংল একটি দল। এই দলের প্রার্থী বিজয়ী হলে রাজশাহীতে মানুষ যেভাবে শান্তিতে ছিলেন আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। নগরীর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য মাঝারী ও ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপিত হবে। যেখানে হাজার হাজার ছেলে মেয়ের কর্মসংস্থানের সৃষ্টি হবে। অপরদিকে সরকার দলীয় প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে সিটি হবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যৌনহয়রানীর নগরী। ছাত্রলীগ ও যুবলীগের সুর্য্য সন্তানদের অত্যাচারে বর্তমানে জনগণ এবং যুবতী মেয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছে। সেইসাথে ছোট ছেলেরাও রেহাই পাচ্ছেনা তাদের কবল থেকে। এছাড়াও ঘরে ঘরে চাকরী দেওয়ার নামে কোটি কোটি টাকা লোপাট করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সারা দেশ সহ রাজশাহীকে দুর্নীতির শহরে পরিণত করেছে। আওয়ামী লীগের কবল থেকে রক্ষা পেতে ধানের শীষের কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তিনি।

প্রতিহিংসার স্বীকার ও নির্যাতিত সাবেক মেয়র বুলবুল একজন জনগণের কাছের মানুষ। সুখে দু:খে তিনি সবার মাঝে আছেন এবং আজীবন থাকবেন। শত নির্যাতন সহ্য করেও তিনি নগরবাসীর উন্নয়ন করে গেছেন। ৫০০ কোটি টাকার প্রকল্প তিনি বাস্তবায়ন করেছেন এবং আরো চলমান রয়েছে। তিনি নির্বাচিত হলে নগরবাসীর জন্য মাদক ও সন্ত্রাসমুক্ত সিটি উপহার দেবেন বলে জানান তিনি। সিমি আরো বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মোলিক অধিকার ও চাহিদাগুলো নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তারা ১০টাকা কেজি চাউল ও ঘরে ঘরে চাকরী দেওয়ার নামে দেশবাসীকে ধোকা দিয়েছে। মানুষ এখন ৭০-৯০টাকা কেজি দরে চাল কিনে খায়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্য হওয়ায় সাধারণ মানুষ পড়েছে সব থেকে বিপদে। না পারছে তারা অন্যের দাড়ে লেবার দিতে না পারছে চেয়ে খেতে। অথচ সরকার দেশের উন্নয়ন নিয়ে সর্বদা মিথ্যাচার করছে। সরকারের মিথ্যা ফাঁদে ও প্লোভনে পা না দিয়ে ধানের শীষে ভোট প্রদান করার আহবান জানান সিমি।

অত্র ওয়ার্ডের ভোটারগণ ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এসময়ে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মহিলা নেত্রী অমি, আখি, জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মিতা, রুবি পারভীন, জেলা ছাত্রদরের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম সহ অত্র ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী। বিকেল তিনি নগরীর ছোট বনগ্রাম এলাকায় গণসংযোগ করেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team