1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বুধবার আবদুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বুধবার আবদুল হামিদকে রাষ্ট্রপতি ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে ৭ ফেব্রুয়ারি (বুধবার)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রাষ্ট্রপতি পদে নির্বাচনী কর্তা হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করবেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিইসি জানান, রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৭ ফেব্রুয়ারি। বাছাই শেষে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হবে। এদিন বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।

৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আবদুল হামিদ ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আইন অনুযায়ী তিনি পুনরায় নির্বাচিত হচ্ছেন।

আবদুল হামিদকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। গত ৫ ফেব্রুয়ারি আবদুল হামিদ তিনটি মনোনয়নপত্র জমা দেন। এগুলোর যে কোনো একটি বৈধ হলেও তিনি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স ন্যূনতম ৩৫ হতে হয়। আর একজন সমর্থক ও একজন প্রস্তাবকের প্রয়োজন পড়ে, যারা সংসদ সদস্য হতে হয়।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৩ এপ্রিল। আর আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই থেকে ষাট দিনের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন দেওয়ার বিধান রয়েছে। সে মোতাবেক গত ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচনের সময় গণনা শুরু হয়। আর ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আবদুল হামিদ। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team