বিনোদন,ডেস্ক: বিয়ের স্থান ও তারিখ পাকা হয়ে গিয়েছে রণবীর দীপিকার। এই বছরেই শুভ কাজ।
বেশ কিছুদিন ধরে বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল যে রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন সাত পাকে বাঁধা পড়তে চলেছে। কিন্তু বিয়েটা যে কবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে জানা গেল এই বছরেই ২০ নভেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপবীর।
বিরুষ্কার মতোই রাজকীয় ভাবেই বিয়ে করবেন দীপিকা পাডুকোন ও রণবীর সিংহ। এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ে পিঁড়িতে বসবেন ‘রামলীলা’। তবে সেই বিয়ে চাক্ষুষ করার সুযোগ পাবেন মাত্র ৩০ জন। নিমন্ত্রিতদের তালিকায় থাকবেন শুধু পরিবারের লোকজনই।
কাছের লোকজনের সঙ্গে বিয়ের পাঠ চুকিয়ে তার রিসেপশন পার্টির আয়োজন ঘটা করে করবেন হবু দম্পতি। মুম্বইয়ে রিসেপশন পার্টিতে হাজির থাকবেন বি-টাউনের তারকারা।
কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য কেন ইতালিকেই বেছে নিলেন দীপবীর? এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, ‘‘ইতালি দীপিকা ও রণবীর দু’জনেরই পছন্দের। খুব ব্যক্তিগত ভাবে তাঁরা বিয়ে করতে চান। তাই সুদূর ইতালিকেই বেছে নিয়েছেন দীপ-বীর।’’
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।