1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়েতে করোনা আক্রান্ত ২ প্রবাসী, সংস্পর্শে এসে আক্রান্ত আরও ৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

বিয়েতে করোনা আক্রান্ত ২ প্রবাসী, সংস্পর্শে এসে আক্রান্ত আরও ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত দুই আমেরিকা প্রবাসীর সংস্পর্শে আসা আরও এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল শনিবার পর্যন্ত গাইবান্ধায় পাঁচজন করোনা ভাইরাস রোগী শনাক্ত হলো। এ কারণে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের পশ্চিম (হিন্দু) পাড়া লকডাউন করা হয়েছে।

দুইজন আমেরিকা প্রবাসী হলেন মা ও ছেলে। আর বাকী তিনজন রোগী হলেন তাদের সংস্পর্শে আসা। এই পাঁচজনেই পরস্পরের আত্মীয়।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মণ্ডল জানান, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ওই নারীকে আপাতত তার নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারীতে রয়েছেন।

তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকার রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) থেকে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি তাদেরকে নিশ্চিত করা হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ জানান, নতুন করে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের পশ্চিম (হিন্দু) পাড়া দুপুরে লকডাউন করে দেওয়া হয়। এই পাড়ায় মোট ৪০ থেকে ৫০টি পরিবারের বসবাস।

প্রসঙ্গত, সাদুল্লাপুর উপজেলার হবিুল্লাপুর গ্রামে গত ১১ মার্চ এক বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষ অংশ নেয়। এই অনুষ্ঠানের নিমন্ত্রণে আমেরিকা থেকে আসা দুইজন আত্মীয় যান। তারা ওই বাড়িতে ১১, ১২ ও ১৩ মার্চ অর্ধশতাধিক লোকজনের সঙ্গে অবস্থান করেন।

১৪ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরে নিজ বাড়ি চলে যান। এরপর ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকে ২১ মার্চ গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে ভোট দেন। ২২ মার্চ আমেরিকা প্রবাসী ওই দুইজনের করোনা ধরা পড়ে। এরপর ২৭ মার্চ আরও দুইজনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team