1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিয়ে না করে বেঁচে গেছেন সালমান খান! - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

বিয়ে না করে বেঁচে গেছেন সালমান খান!

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

সালমান খানের কাছে ভক্তদের যেন একটাই প্রশ্ন- ‘কবে বিয়ে করবেন বলিউড ভাইজান?’ উত্তর না পেলেও আশাহত হন না ভাইপ্রেমীরা। এই প্রশ্ন উঠতেই থাকে ক্রমাগত। সালমান খানও এ প্রশ্নের উত্তর নানাভাবে দেন। বেশিরভাগ উত্তরই হয় মজা করে এড়িয়ে যাওয়ার।

ব্যাচেলর লাইফটা বিন্দাস উপভোগ করেন তিনি সেটা বোঝা যায় তার কথাবার্তায়। বিয়ে নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই বলেও জানিয়েছেন এ অভিনেতা। সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’র মঞ্চে এমনটাই জানান তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদে উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী কাজল ‘বিগ বস’র মঞ্চে সালমান খানের কাছে জানতে চান, জীবনে কি এমন কোনো মহিলা আছে যাকে পছন্দ করলেও খুলে বলতে পারেননি?

সালমান জবাবে বলেন, ‘একটি মেয়েকে আমার খুব ভালো লাগত। তাকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। আমার তিন বন্ধুও মেয়েটির সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিল। কিন্তু পরে জানতে পারি, মেয়েটি আমাকেই পছন্দ করত। প্রস্তাব দিলে হয়তো প্রেমটা হয়ে যেত। হয়তো বিয়েও করে ফেলতাম এতোদিনে।’

এরপরই তিনি মজা করে বলেন, ‘বিয়ে না করে অবশ্য এক প্রকার বেঁচে গেছি। না হলে এতদিনে দাদু হয়ে যেতাম। যে মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল সে এতদিনে হয়তো দাদী হয়ে গেছে।’

এদিকে বর্তমানে ‘অন্তিম’ নামে নতুন সিনেমার শুটিং শেষ করেছেন সালমান খান। মুক্তির অপেক্ষায় আছে তার ‘রাধে’ নামের সিনেমাও।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST