বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ২৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৬১ জন।
একদিনে মারা গেছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৯৯ হাজার ৬৪০ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (৮ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।
সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ লাখ ১০ হাজার ৭৫৭ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছে ১৮ কোটি ২৩ লাখ ১৩ হাজার ২৪১ জন।
জেএন