1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বে করোনায় আরও ১ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ৪ লাখ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ১ হাজার মৃত্যু, আক্রান্ত সাড়ে ৪ লাখ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৪৯৪ জন; যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯২ জনের।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ৮২ লাখ ৪৪ হাজার ২৩৩ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ১০৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৩ জনের এবং শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৯৭৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩৮ হাজার ৬৯৭ জন এবং মৃত ১৪৩ জন। ইতালিতে আক্রান্ত ৩১ হাজার ২০৪ জন এবং মৃত্যু ১১২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৮ হাজার ৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। জাপানে মৃত ১৪ জন এবং আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৬০২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩০ জন এবং আক্রান্ত ৩৯ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৩৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮১৪ জন এবং ১৭ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team