খবর২৪ঘণ্টা ডেস্ক: একদলের শরীর কালো, লাল, হলুদে রাঙানো অন্যরা হলুদ-সবুজ৷ একদলের রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব৷ অন্য দলটি আগেরবারের বিশ্বকাপ নিজেদের দখলে রেখেছে৷ পাশাপাশি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ারও খেতাব রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের৷ বিশ্বফুটবলের সর্বকালের সেরা দু’টি দল ব্রাজিল এবং জার্মানি৷ রবিবার দু’টি টিমই রাশিয়া বিশ্বকাপে প্রথমবার মাঠে নামছে ফুটবল যুদ্ধের উষ্ণতা বুঝে নিতে৷
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে সাত গোল হজম করেছিল ব্রাজিল৷ তাই এই দু’টো দলের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে বিশ্ব৷ তবে ফুটবলপ্রেমীদের সেই আশা কিন্তু এখনই পূর্ণ হচ্ছে না৷ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামলেও সেই লড়াই ব্রাজিল বনাম জার্মানি নয়৷ রস্তভ এরিনায় সুইৎজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল৷ অন্যদিকে লুজিনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো৷
বিশ্বের সবচেয়ে দামী ফরোয়ার্ড নেইমার ছাড়াও ফিলিপ কুটিনহো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনোর,থিয়াগো সিলভার মতো অস্ত্র রয়েছে ব্রাজিলের তূনে৷ বিশ্বকাপের আগে কোয়ালিফায়ারে ক্রোয়েশিয়ার এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে জয় হাসিল করেছে লাতিন আমেরিকার দলটি৷ দলে বড় তারকা প্লেয়াররা না থাকলেও বিশ্বফুটবলে জার্মানির পারফরম্যান্স সবচেয়ে ধারাবাহিক৷ এক বছর আগে রাশিয়ার মাটিতে হওয়া কনফেডারেশন কাপও নিজেদের দখলে রেখেছে ফিফা ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা দলটি৷ টনি ক্রুজ,থমাস মুলার, জেরম বোটেং, ইলকাই গুন্দোয়ান, মারিও গোমেজের মতো ফুটবলাররা রয়েছেন জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে৷ পর্তুগাল থেকে আর্জেন্তিনা হয়ে ব্রাজিল যেখানে কম বেশি ‘ওয়ান ম্যান আর্মি-ফুটবলে’ অভ্যস্ত হয়ে উঠেছে সেখানে জার্মানির প্রধান শক্তিই ‘টিম গেম’৷
খবর২৪ঘণ্টা.কম/নজ