খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। রাজধানী রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন কোচ তিতে।
গোলকিপার: অ্যালসন, এডারসন, ক্যাসিও
ডিফন্ডোর: মারিন্দা, মারকুইনহোস, থিয়াগো সিলভা, মার্সেলো, ফিলিপ লুইস, ফ্যাগনার, পেদ্রো, জেরমেল ও দানলো।
মিডফিল্ডার: ক্যাসিমিরো, ফার্নান্দিনহো, পাউলিনিহো, রেনাতো আগাস্তা, কৌটিনহো, উইলিয়ান, ও ফ্রেড।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস, ফিরিমিনো, ডগলাস কস্তা, টাইসন ও নেইমার।
খবর২৪ঘণ্টা.কম/নজ