1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিশ্বকাপের আশা ছাড়ছেন না যুবি - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১১:৫ অপরাহ্ন

বিশ্বকাপের আশা ছাড়ছেন না যুবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না যুবরাজ সিং৷ আর সেকারণেই ২০১৯’এর পরেই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যুবি৷

জাতীয় দলের বাইরে রয়েছেন প্রায় একবছর হয়ে গেল৷ শেষবার ওয়ান ডে ক্রিকেট খেলেছেন গত বছর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ট্র্যাফিক জ্যাম ও এক ঝাঁক উঠতি তারকা জাতীয় দলের দরজায় কড়া নাড়ায়, যুবরাজের পুনরায় নীল জার্সি গায়ে তোলার সম্ভাবনা ক্ষীণ৷ তা সত্ত্বেও ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি৷ সরাসরি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ না করলেও অবসর প্রসঙ্গে নিজের মন্তব্যে সেই ইঙ্গিতই দিয়েছেন যুবি৷

চলতি আইপিএলে এখনও পর্যন্ত তেমন একটা নজর কাড়তে পারেননি৷ ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু পারফরম্যান্স নেই যুবির৷ তবু আশায় বুক বেঁধে যুবরাজ বলেন, ‘যে কোনও পর্যায়েই হোক, ২০১৯ পর্যন্ত আমি খেলা চালিয়ে যেতে চাই৷ আগামী বছর শেষের দিকে কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেব৷’

প্রায় দু’দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর একসময় থামতেই হবে, সে বিষয়টা ভালো মতোই বোঝেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার৷ এ প্রসঙ্গে যুবি বলেন, ‘প্রত্যেককেই একসময় থামতে হয়৷ আমি ২০০০ সাল থেকে আন্তার্জাতিক ক্রিকেট খেলছি৷ ১৭-১৮ বছর হয়ে গেল৷ সুতরাং ২০১৯ এর পর সিদ্ধান্ত নেওয়া যথাযথ হবে৷’

এখন দেখার যে আগামী এক বছরে যুবরাজের কেরিয়ারে জল কোনদিকে গড়ায়৷ সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও বিশ্বকাপের দলে ঢুকতে হলে মিরাকল কিছু করে দেখাতে হবে ভারতের দু’টি বিশ্বকাপজয়ী (২০০৭ টি-২০ ও ২০১১ ওয়ান ডে) দলের অন্যতম সফল সদস্যকে৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST