খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত তাবলিগ জামাত আয়োজিত এবারের বিশ্ব ইজতেমা। এটা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান।
বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, গত ১২ জানুয়ারি শুরু হওয়া ৫৩তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ১৪ জানুয়ারি শেষ হয় প্রথম ধাপ। এরপর আবার ১৯ জানুয়ারি শুরু হওয়ার আড়াই দিন পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে রোববার (২১ জানুয়ারি) শেষ হবে দ্বিতীয় ধাপ এবং এবারের বিশ্ব ইজতেমার সব আনুষ্ঠানিকতা।
তিনি জানান, প্রথম ধাপের মতো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও এদিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। কাকরাইল মসজিদের মাওলানা মোহাম্মদ যোবায়ের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে কথা রয়েছে।
দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ