নিজস্ব প্রতিবেদক :
”স্বাস্থ্য আমার অধিকার প্রতিপাদ্যে” পহেলা ডিসেম্বর-২০১৭ বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার সহ বিভিন্ন স্থানে র্যালি বের করা হয়। র্যালিগুলো নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন, রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টার ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। এ ছাড়া অন্যান্য সংগঠন দিবসটি উপলক্ষে র্যালি বের করে।
খবর২৪ঘণ্টা/এমকে