রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে আরো ৮৫ জন ও রাজশাহী জেলায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৩৩ জনে। এরমধ্যে রাজশাহী জেলায় জেলায় ৬ হাজার ৩১৯ জন। যা গতদিনের থেকে কিছুটা কম। গত কয়েক মাসের মধ্যে রাজশাহী জেলায় এদিন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে।
শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৮২০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৮ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৬ হাজার ৩৩৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০০ জনের। এরমধ্যে ২৪ হাজার ৬৮০ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬৩১৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮৩৪ জন, নওগাঁ ১৬৬৪ জন, নাটোর ১২৮১ জন, জয়পুরহাট ১৩৮২ জন, বগুড়া জেলায় ১০ হাজার ২৩৫ জন, সিরাজগঞ্জ ২৮৩৫ জন ও পাবনা জেলায় ১৭৭৩ জন। মৃত্যু হওয়া ৪০০ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫৪ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ৭০৬ জন।
এস/আর