খবর ২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে টসে জিতে এমপি মাশরাফিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চিটাগাং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে ৩১ রানেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রংপুর রাইডার্স।
শনিবার (৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস। প্রথম ম্যাচে রংপুরের একাদশে নেই ক্রিস গেইল। আর সিলেট পর্বে দলের সঙ্গে যোগ দেবেন এবি ডি ভিলিয়ার্স।
এই ম্যাচ দিয়ে পাঁচ বছর পর বিপিএল খেলতে নামছেন মোহাম্মদ আশরাফুল। নতুন করে শুরুটা জয় দিয়েই করতে চাইবেন এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটসম্যান।
দুই দলের সর্বশেষ পাঁচবারের দেখায় ৩ ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স আর ২ ম্যাচে জয় পেয়েছে চিটাগাং ভাইকিংস।
রংপুর রাইডার্সের একাদশ
মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রাইলি রুশো, রবি বোপারা, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, অ্যালেক্স হেলস, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, ফরহাদ রেজা বেনি হাওয়েল।
চিটাগাং ভাইকিংসের একাদশ
মোহাম্মদ আশরাফুল, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক)), সিকান্দার রাজা, মোসাদ্দেক হোসেন, রোবি ফ্রাইলিংক, খালেদ আহমেদ, আবু জায়েদ, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, নাঈম হাসান।
খবর ২৪ঘণ্টা/ নই