1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বিপজ্জনক ট্যাটুর চাপে সুন্দরী, শখ উঠল মাথায় - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

বিপজ্জনক ট্যাটুর চাপে সুন্দরী, শখ উঠল মাথায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: প্রায়শই নিজের বিভিন্ন বিভঙ্গের ছবি পোস্ট করেন নাজ। ফলোয়াররাও তাতে খুশ থাকেন। কিন্তু সাম্প্রতিক ট্যাটুর ছবি পেশ করতেই ঘটল গোলযোগ।
ট্যাটু করে সকলকে চমকে দেবেন ভেবেছিলেন। কিন্তু সেই ট্যাটু জমসমক্ষে উন্মোচিত হতেই বিপদে পড়লেন তুরস্কের মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল নাজ মিলা। আপাতত ট্যাটু নিয়ে বেদম বিড়ম্বনায় ২৬ বছরের এই সুন্দরী।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইনস্টাগ্রামে নাজ মিলার ফলোয়ারের সংখ্যা প্রায় ৮ লক্ষ। প্রায়শই নিজের বিভিন্ন বিভঙ্গের ছবি পোস্ট করেন নাজ। ফলোয়াররাও তাতে খুশ থাকেন। কিন্তু সাম্প্রতিক ট্যাটুর ছবি পেশ করতেই ঘটল গোলযোগ।

একটা লম্বা ট্যাটু করিয়েছেন নাজ। ডান দিকের পাঁজরের নীচ থেকে হাঁটু পর্যন্ত। দেখতে যে মন্দ লাগছে, তা নয়। কিন্তু ট্যাটুতে যা লেখা রয়েছে, তা নিয়েই সরব হলেন তাঁর ভক্তকুল।

তুর্কি ভাষার এক কহাবতকে ইংরেজিতে অনুবাদ করে সেটাকেই ট্যাটু করেন নাজ। কিন্তু অনুবাদেই গণ্ডগোল। সম্পূর্ণ তালগোল পাকিয়ে যায়। যেখানে থাকার কথা ছিল “Only God can judge my mistakes and truths’’, সেখানে লেখা হয় ‘‘I can judge a single god with my wrongs and wrongs’’।

খবরে প্রকাশ, নাজ অথবা তাঁর ট্যাটুইস্ট— কেউই ভাল ইংরেজি জানেন না। তুর্কি প্রবাদটিকে গুগল ট্রানস্লেটরে ফেলে সেই অনুবাদটিকেই তাঁরা ব্যবহার করেছেন।

আপাতত পাবলিকের ট্রোলে জেরবার নাজ ও তাঁর ট্যাটুইস্ট। পালাবার পথ পাচ্ছেন না সুন্দরী।

/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST