খবর২৪ঘণ্টা ডেস্ক: অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪ ডট কম-এর দুটি ওয়েবলিংক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে সোমবার বিকেলে দেশের সব আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানকে ই-মেইল পাঠিয়ে নিউজ পোর্টালটি ব্লক করার নির্দেশ দেওয়া হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ পোর্টালেও এসংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে।
ওই সংবাদে বলা হয়, বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌসীফ শাহরিয়ার স্বাক্ষরিত ও মেইলে আইআইজিগুলোকে অতিসত্ত্বর বিডিনিউজের ডোমেইন ব্লক করা নির্দেশ দেওয়া হয়। তবে বন্ধের কোনও কারণ উল্লেখ করা হয়নি মেইলে। সংবাদের সঙ্গে গণমাধ্যমটিকে দেওয়া এসংক্রান্ত ই-মেইলের ছবিও প্রকাশ করা হয়েছে।
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিটিআরসি থেকে বিডিনিউজ২৪ ডট কম লিংক ব্লকের নির্দেশনা আমরা পেয়েছি।’ নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে বিডিনিউজ২৪ ডট কম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।
খবর২৪ঘণ্টা.কম/নজ