নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উদ্যোগে নগরীতে যান্ত্রিক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর দফতরে এসে আবার শেষ হয়। র্যালিতে নেতৃত্বদেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির। উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন, স্টেশন অফিসার ফরিদ উদ্দিন। মহড়ায় ফোটন গাড়ী ও টু হুইলার ওয়াটার মিক্স মটোরসাইকেল ছিলো।
খবর ২৪ ঘন্টা/এমকে