খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ভারতীয় জনতা পার্টির সদস্যপদ ছাড়লেন বলিউড অভিনেত্রী মল্লিকা রাজপুত। নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপলোড করেন তিনি। সেই ভিডিওতে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে দলের সদস্যপদ ত্যাগ করেন এই অভিনেত্রী।
উন্নাও-কাঠুয়া সহ দেশের একাধিক প্রান্তে ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার ইস্যুতে সরব হন তিনি। একই সঙ্গে দলের ভুমিকা নিয়েও সরব হন তিনি। মল্লিকা বলেন, ধর্ষণকারীদের আড়াল করছে বিজেপি। একই সঙ্গে বিজেপিতে মেয়ে হিসাবে তিনি নিজেকে সুরক্ষিত বলে মনে করছেন না বলেও জানিয়েছেন মল্লিকা।
তাঁর আরও অভিযোগ, মেয়েদের সুরক্ষার বিষয়টিকে সাম্প্রদায়িকতার জায়গায় নিয়ে যাচ্ছে বিজেপি। তাঁর কথায়, যে দল হিন্দু-মুসলিম হিংসায় প্ররোচনা দেয়, তাঁরা মেয়েদের নিয়েও রাজনীতি করতে পারে বলে মন্তব্য এই অভিনেত্রীর।
খবর২৪ঘণ্টা.কম/জন