খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: একেবারে নিজেদের ঘনিষ্ঠ ব্যাপারটিই শেয়ার করলেন বলিউড তারকা শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত। বিছানায় শহিদ কাপুরের পারফর্মেন্স কেমন, সেটাই জানিয়ে দিলেন একটি অনুষ্ঠানে। শুনে অবাক লাগতে পারে। তবে সত্যিই তিনি এমন বিস্ফোরক মন্তব্য করতে দ্বিধা করেননি।
সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো’তে এসেছেন শহিদ-মিরা দম্পতি। যারা বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে স্বীকৃত। সেই অনুষ্ঠানে মিরার কাছে জানতে চাওয়া হয়, বিছানায় তাদের প্রিয় পজিশন কী?
উত্তরে মিরা জানান, বিছানায় শহিদ ‘কন্ট্রোল ফ্রিক’। কী করতে হবে, কী করতে হবে না, সব শহিদই বলে দেয়। অর্থাৎ তার কাছেই সব নিয়ন্ত্রণ থাকে।
মিরার এমন বোমা ফাটানো উত্তরে অনেকটাই লজ্জা পান শহিদ কাপুর। তবে ক্ষণিকের মধ্যে নিজেকে সংযত করে স্বাভাবিক হন। এদিকে শহিদ-মিরার এই বেডরুম সিক্রেটের খবর এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা।
খবর২৪ঘণ্টা.কম/রখ