সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরেই অজয়-কাজলের সম্পর্ক নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অনেকেই মনে করছেন বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে পারিবারিক মুহূর্তের দারুণ একটি ছবি শেয়ার করলেন অজয়।
কিছুদিন আগেই কাজল জানান, তিনি জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বড় সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। এছাড়াও মিডিয়া থেকে বিরতি নেয়ার ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট মুছে ফেলেছেন তিনি।
কাজলের পোস্ট চিন্তায় ফেলে দিয়েছিল নেটিজেনদের। তবে অজয়ের শেয়ার করা ছবিটি স্বস্তি ফিরিয়ে দিল। ছবিটিতে হাস্যোজ্জ্বল অজয়-কাজলের সঙ্গে তাদের সন্তানদের দেখা গিয়েছে।
ছবির ক্যাপশনে অজয় লিখেছেন, ‘এই মানুষগুলোর সাথে সময় কাটানোর চেয়ে বিশুদ্ধ আর কিছুই নেইথ।
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাতপাঁকে বাঁধা পড়েছিলেন অজয়-কাজল। বলিউডের অন্যতম সফল দম্পতি বলা হয়ে এই জুটিকে।
বিএ/